Bengali, Book Review, Review

গাধা

বায়োলজিক্যাল দিক থেকে দেখতে গেলে গাধার ব্রেইনের সঙ্গে মানুষের ব্রেইনের মিল নেই… কিন্তু তবু, ছোট থেকে বড়ো হতে হতে, বড়ো থেকে বুড়ো হতে হতে- এ এক অদ্ভুত কমপ্যারিসন যেটা আমাদের সকলকেই টুক টাক হজম করতে হয় ! এর মূল কারণ প্রত্যুৎপন্নমতিত্ব। অর্থাৎ উপস্থিতবুদ্ধি প্রয়োগের ক্ষমতা। একটা ছোট্ট সিদ্ধান্ত যে কতো ভাবে জীবন পাল্টে দিতে পারে, পরিস্থিতি যে কীভাবে একটা মানুষকে ‘গাধা’-ভূষণে ভূষিত করতে পারে। সেই নিয়ে হলো এই বইটি। বাপ রে। ঠিক সিদ্ধান্তে তুমি রাজা, আর ভুল সিদ্ধান্তে এক্কেবারে ড্রেনে পড়ে যাওয়া গাধা! পড়তে পড়তে সত্যিই মনে হলো, আমরা পরিস্থিতির দাস, নিজের চলন শক্তির দাস। পান থেকে চুন খসলেই পরিস্থিতির কাছে আমরা বিদ্রুপের খোরাক হই। পরিস্থিতি নামের আয়নাটা আমাদের চেহারার প্রতিফলনে একটা গাধার ছবি দেখায়।

Leave a comment