Philosophy, Rammohan Roy's Birthday Special, Social Issues

রামমোহন বাবু তোমার জন্মদিনে, তোমার স্মরণে

চিতাটা এখনও জ্বলছে রামমোহন বাবু।
নারীর শরীরে বা অন্তরে।
সেই সীতাদেবীর অগ্নিপরীক্ষা, অর্থাৎ সত্যযুগের নিয়ম ভেঙেছিলে তুমি।
চিতাটা এখনও নেভেনি ! জ্বলছে!
চিতার আগুন নারীদের দিকে এখন ছুড়ে মারা হয়। রাবণের বাণের মতো ছুটে আসে আগুন, অন্য পদ্ধতিতে, অ্যাসিড কিংবা ধর্ষণে।
আরেকবার জন্মিও রামমোহন বাবু।
মেঘ হয়ে। কারণ এই আগুন গুলো বৃষ্টির আলিঙ্গন চায়।